উত্তর : এনজিও বা সূদী কারবারসহ যেকোনো হারাম কাজের সাথে জড়িত কোন প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কেননা, এসব প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দেওয়ার অর্থ সরাসরি অন্যায় ও পাপ কাজে সহযোগিতা করা। আর অন্যায় ও অশ্লীল কাজে সহযোগিতা করা হারাম (মায়েদাহ, ২; ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমা, ১৪/৪৪৪ পৃঃ)।
প্রশ্নকারী : আল-আমীন
ঘোড়াঘাট, গাইবান্ধা।