কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : নিরুপায় অবস্থায় ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাড়ি নির্মাণ করা যাবে কি?

উত্তর: নিরুপায় হোক বা না হোক কোনো অবস্থাতেই সূদী ব্যাংক থেকে টাকা লোন নেয়া বৈধ নয়। কারণ সূদ মিশ্রিত সম্পদ হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাক্বারা, ২/২৭৫)। জাবির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন সূদখোরের উপর, সূদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

শেরপুর।


Magazine