কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): আমার বন্ধুর ল্যাপটপ তার বিছানার উপরে এবং কাঁথার নিচে ছিল, যা দেখা যাচ্ছিল না। আমাদের রুমের সবগুলো ইলেকট্রিক সুইচ তার বিছানার উপর। আমি যখন সুইচ অফ করতে যাই, তখন তার ল্যাপটপের উপর পা পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়। ল্যাপটপ কাঁথার নিচে ছিল এবং তার ল্যাপটপের ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার ছিল না। এখন কি আমার জন্য ক্ষতিপূরণ দেওয়া জরুরী হবে?

উত্তর: যেহেতু অজান্তে অনিচ্ছাকৃতভাবে বিষয়টি হয়ে গেছে, তাই মালিকের পক্ষ থেকে ছাড় দেওয়া উচিত। তবে মালিক যদি তাতে রাজি না হয়, তাহলে আশেপাশের ব্যক্তিদের সাথে পরামর্শ করে ক্ষতিপূরণ দিবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পশুর আঘাতে দণ্ড নেই, খনিতে দণ্ড নেই এবং কূপে পড়াতে দণ্ড নেই’ (ইবনে মাজাহ, হা/২৬৭৩)। ‘দণ্ড নেই’ অর্থাৎ ক্ষতিপূরণ আদায় করা হবে না (ইবনে মাজাহ, হা/২৬৭৫)।

প্রশ্নকারী : ইবনে রাফিক

ঢাকা।


Magazine