উত্তর: প্রথম তাশাহহুদ ছুটে গেলে সালামের পূর্বে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে। আব্দুল্লাহ বিন বুহায়না রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ছালাতে দুই রাকআত পর না বসেই দাঁড়িয়ে গেলেন। অতঃপর সালামের পূর্বে দুটি সহো সিজদা দিলেন (ছহীহ বুখারী, হা/১২২৫; ইবনু মাজাহ, হা/১২০৬)।
প্রশ্নকারী :তানভীর
ঢাকা।