কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : ইমাম ত্বহাবী তার ‘শারহু মুশকিলুল আছার’ গ্রন্থে‘সুরাইয়া’ নামক একটি তারকা সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। যার মূল কথা হলো, উক্ত তারকাটি উদয় হলে মানুষের উপর থেকে রোগ-ব্যাধি দূর হয়ে যায়। প্রশ্ন হলো, এমর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : এই মর্মে বর্ণিত হাদীছটি দুর্বল (মাজমাউয যাওয়ায়েদ, ১/৪৩; মাউসূআতু আত্বরাফীল হাদীছ, ১/৬০১১৫)।

প্রশ্নকারী : হৃদয় সরকার

দিনাজপুর।


Magazine