কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : আছরের আযানের পূর্বেই চার রাক‘আত নফল ছালাত পড়া যাবে কি? কেননা আযানের পরপরই ফরয ছালাত শুরু হয়। তখন আছরের পূর্বের নফল পড়ার সময় থাকে না।

উত্তর : আছরের ছালাতের ওয়াক্ত শুরু হলে চার রাকআত নফল আদায় করা যায়। এজন্য আযান হওয়া শর্ত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ তাআলা ঐ ব্যক্তির উপর রহম করুক যে আছরের ছালাতের পূর্বে চার রাকআত ছালাত (নফল) আদায় করে (আবূ দাঊদ, হা/১২৭১; তিরমিযী, হা/৪৩০; মিশকাত, হা/১১৭০)।

 প্রশ্নকারী : ইয়ামিন বিনতে মুহাম্মাদ

জেদ্দা, সৌদিআরব।

Magazine