কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : ইসলাম গ্রহণের পূর্বে যে রামাযানগুলো পার হয়ে গেছে, মুসলিম হওয়ার পর কি সে ছিয়ামগুলো ক্বাযা করতে হবে?

উত্তর: ইসলাম গ্রহণের পূর্বে যে ছিয়ামগুলো ছুটে গেছে তার জন্য আপনাকে ক্বাযা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরী করে তাদের বল, যদি তারা কুফরী করা হতে বিরত হয় তাহলে তাদের পূর্বে যা করেছে তা মাফ করে দেওয়া হবে (আল-আনফাল, ৮/৩৮)। আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ আমার অন্তরে ইসলামের অনুভূতি সৃষ্টি করলেন, তখন আমি নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললাম, আপনি আপনার হাতকে প্রসারিত করুন যাতে আমি আপনার বায়য়াত গ্রহণ করতে পারি। এরপর তিনি তার হাত প্রসারিত করলে আমি আমার হাত ‍গুটিয়ে ফেলি। এতে তিনি বললেন, হে আমর! তোমার কি হয়েছে? আমি বললাম শর্ত করার ইচ্ছা পোষণ করেছি। তিনি বললেন, তুমি কি শর্ত করতে চাও? আমি বললাম, আমাকে ক্ষমা করার ব্যাপারে। এতে তিনি বললেন, তুমি কি জানো না যে, ইসলাম পূর্বে সব কিছুকে ধ্বংস করে দেয় (ছহীহ মুসলিম, হা/১২১)। উপরিউক্ত আয়াত ও হাদীছেও প্রমানিত হয় যে, ইসলাম গ্রহণের পূর্বে যে ছিয়ামগুলো ছুটে গেছে তা ক্বাযা করতে হবে না। ওয়াল্লাহু আ‘লাম।

প্রশ্নকারী : আহমাদ আব্দুল্লাহ

গাবতলী, ঢাকা।


Magazine