কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): এশার ছালাতের পরে বিতর পড়ার পরে কেউ কি নফল ছালাত আদায় করতে পারবে, নাকি বিতর পড়ার আগেই নফল ছালাত আদায় করতে হবে?

উত্তর: এশার ছালাতের পরে বিতরের আগেই নফল ছালাত আদায় করা উত্তম। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রাতের নফল ছালাত দুই দুই রাকআত। অতঃপর যখন তোমাদের কেউ ফজর হয়ে যাবার আশঙ্কা করবে, তখন সে যেন এক রাকআত পড়ে নেয়। যা তার পূর্বেকার সকল নফল ছালাতকে বিতরে পরিণত করবে’(ছহীহ বুখারী হা/৯৯০)। তবে ঘুম না ভাঙ্গার আশঙ্কা থাকলে রাতের প্রথম ভাগে বিতর ছালাত আদায় করে পরে জাগ্রত হলে নফল ছালাত আদায় করাতে কোনো বাধা নেই (দারেমী, হা/১৬৩৫; সিলসিলা ছহীহা, হা/১৯৯৩)।

প্রশ্নকারী : মিজানুর রহমান

ঢাকা।


Magazine