কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১):হাদীছে শাসকের আনুগত্যের যে হুকুম এসেছে (যেমন- ছহীহ মুসলিম, হা/১৮৫৩), তা কি কেবল সমগ্র মুসলিম উম্মাহর একক খলীফার ক্ষেত্রে প্রযোজ্য নাকি বর্তমান রাষ্ট্রভিত্তিক মুসলিম শাসকদের ক্ষেত্রেও প্রযোজ্য?

উত্তর: আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের’ (আন-নিসা, ৪/৫৯)। কাজেই এর দ্বারা উম্মাহর একক খলীফা থাকলে সেক্ষেত্রে তার ও তার নিয়োজিত গভর্নরদের আনুগত্য উদ্দেশ্য। আর একক খলীফার অবর্তমানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসকদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে (মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল, ২৫/৩৭৪)। এলাকার নেতা বা কোনো সংগঠনের নেতার ক্ষেত্রে এসব হাদীছ প্রযোজ্য নয়।

প্রশ্নকারী : রাজু আহমেদ 

নোয়াখালী।


Magazine