কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): শুক্রবারে ছিয়াম রাখতে নিষেধ করা হয়েছে, আবার আরাফার দিনে ছিয়াম রাখার ফযীলত অনেক।আমার প্রশ্ন হলো আরাফার দিন যদি শুক্রবারে হয়,তাহলে কী করতে হবে?

উত্তর: সেক্ষেত্রে সেদিন ছিয়াম রাখতে হবে। এককভাবে জুমআর দিন ও শনিবার ছিয়াম রাখা নিষিদ্ধ হলেও তা আরাফার দিন বা আশুরার দিন বা নফল কোন ছিয়ামের সাথে মিলে গেলে সেদিন ছিয়াম রাখা যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দিনগুলোর মধ্যে শুধু জুমআর দিনকে ছিয়ামের জন্য নির্দিষ্ট করে নিও না। তবে যদি তোমাদের কেউ ছিয়াম পালনে অভ্যাসী হয় আর এ ছিয়ামের (ধারাবাহিকতার) মধ্যে জুমআর দিন এসে যায়, তাহলে ভিন্ন কথা’ (ছহীহ মুসলিম, হা/২৫৭৪)। আরাফার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আরাফার দিনের ছিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে, তিনি বিগত এক বছর ও আগামী এক বছরের পাপ ক্ষমা করে দিবেন’ (ছহীহ বুখারী, হা/২৬৩৬)।

প্রশ্নকারী : সাব্বির আহমেদ

সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।


Magazine