কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : বিয়ের পূর্বে ও পরে অনেকের সাথে যেনা করেছি। তাদের মধ্যে একজনকে বিয়ে করেছি। বর্তমানে ঐ পাপ থেকে মুক্তি লাভের উপায় কী?

উত্তর : যেনা-ব্যভিচার জঘন্য মহাপাপ। তওবা ব্যতীত এ পাপ ক্ষমা হয় না। ব্যভিচারী ব্যক্তি ঐ গর্হিত কর্ম থেকে ফিরে আসার জন্য অনুতপ্ত হয়ে খালেছ অন্তরে তওবা করতে হবে। আল্লাহ চাইলে তার তওবা কবুল করতে পারেন (তওবা, ৮২; ফুরক্বান, ৬৮-৭০)। অন্যথা পরকালে পাপ সমপরিমাণ জাহান্নামের শাস্তি ভোগের পর মুক্তি পাবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine