কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): ৪০ দিনের মধ্যে গোপনাঙ্গের লোম পরিষ্কার না করলে কোনো ইবাদত কবুল হবে কি?

উত্তর: সর্বোচ্চ ৪০ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার করার আদেশ করা হয়েছে। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের লোম তুলে ফেলা এবং নাভির নিচের লোম চেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, যেন আমরা তা ৪০ দিনের অধিক দেরি না করি (ছহীহ মুসলিম, হা/২৫৮; ইবনু মাজাহ, হা/২৯৫)। কোনো ব্যক্তি যদি ৪০ দিন পরেও তার গোপন অঙ্গের লোপ পরিষ্কার না করে, তাহলে সে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশনার অমান্য করল। কিন্তু তার ইবাদত কবুল হবে না মর্মে ছহীহ কোনো দলীল বর্ণিত হয়নি।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।

 

Magazine