কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): ঝাড়ফুঁক করার সুন্নতি পদ্ধতি জানতে চাই।

উত্তর: ঝাড়ফুঁকের সুন্নাতী পদ্ধতি১. অসুস্থ হলে সূরা নাস ও ফালাক্ব পড়ে শরীরে ফুঁ দেওয়া (ছহীহ বুখারী, হা/৫০১৬; ছহীহ মুসলিম, হা/২১৯২)। ২. সূরা ফাতেহা পড়ে ঝাড়ফুঁক করা যায়। এক ছাহাবী সূরা ফাতেহা দ্বারা সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করেছিলেন (ছহীহ মুসলিম, হা/২২০১)। ২. নিম্নোক্ত দু‘আগুলো অসুস্থ ব্যক্তির জন্য পাঠ করা যায়।

‌بِسْمِ ‌اللهِ ‌أَرْقِيْكَ، ‌مِنْ ‌كُلِّ ‌شَيْءٍ ‌يُؤْذِيْكَ، ‌مِنْ ‌شَرِّ ‌كُلِّ ‌نَفْسٍ ‌أَوْ ‌عَيْنٍ، ‌أَوْ ‌حَاسِدٍ، ‌اللهُ ‌يَشْفِيْكَ، ‌بِسْمِ ‌اللهِ ‌أَرْقِيْكَ

ক. আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ছি এমন সব বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, চোখ লাগা হতে, হিংসুক হতে, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন! আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ছি (ছহীহ মুসলিম, হা/২১৮৬; সুনানে ইবনু মাজাহ, ৭৪৮/৩৫২৪)।

أَذْهِبِ ‌الْبَاسَ ‌رَبَّ ‌النَّاسِ، ‌اِشْفِ ‌أَنْتَ ‌الشَّافِيْ، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

খ. হে মানুষের রব! আপনি বিপদ দূর করুন, আপনি এমন আরোগ্য দান করুন যেন কোনো রোগ বাদ না থাকে! আপনি আরোগ্যকারী, কোনো নিরাময় নাই আপনার নিরাময় ব্যতীত (ছহীহ বুখারী, হা/৫৭৫০; ছহীহ মুসলিম, হা/২১৯১)।

‌أَسْأَلُ ‌اللهَ ‌الْعَظِيْمَ ‌ربَّ ‌الْعَرْشِ ‌الْعَظِيْمِ ‌أَنْ ‌يَشْفِيَكَ

গ. আমি আরশে আযীমের মালিক মহান আল্লাহর নিকট দু‘আ করছি, যেন তিনি তোমাকে আরোগ্য দান করেন (সাতবার) (মুসনাদে আহমাদ, হা/২১৩৮; সুনানে আবূ দাঊদ, ৫/২২; তিরমিযী, হা/২০৩৮)।

ঘ. ব্যথাযুক্ত স্থানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলে সাতবার নিম্নোক্ত দু‘আটি পাঠ করা-

أَعُوْذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ ‌مَا ‌أَجِدُ ‌وَأُحَاذِرُ

আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা আমি উপলদ্ধি করছি ও যা আশঙ্কা করছি (ছহীহ মুসলিম, হা/২২০২; ছহীহ আত-তারগীব, হা/৩৪৫৩)।


প্রশ্নকারী : জাহিদ

সুনামগঞ্জ।

Magazine