কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): মহিলাদের জন্য মসজিদে যদি জামাআতের সাথে ঈদের ছালাত আদায় করা সম্ভব না হলে মহিলাদের ইমামতিতে কোনো ফাঁকা ময়দানে পর্দার ব্যবস্থা করে শুধু মহিলাদের জন্য ছালাতের ব্যবস্থা করা যাবে কি?

উত্তর: পুরুষদের জামাআতের মাধ্যমে ঈদের ছালাত অনুষ্ঠিত হবে এবং মহিলারা পুরুষদের জামাআতে অংশগ্রহণ করবে এমনটিই সুন্নাহ দ্বারা নির্দেশিত। উম্মু আতিয়্যাহ রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমাদেরকে (রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়) ঈদের মাঠে বের হওয়ার নির্দেশ দেওয়া হতো, এমনকি গৃহবাসিনী পর্দানশীন নারী এবং প্রাপ্তবয়ষ্কা কুমারীদেরকেও আদেশ দেওয়া হতো (ছহীহ মুসলিম, হা/৮৮৩)। শুধুমাত্র নারীদের আলাদা জামাআতের মাধ্যমে ঈদের ছালাত আদায় করার বিষয়টি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর কোনো ছাহাবী থেকে ‍সাব্যস্ত নয়। সুতরাং নারীরা পুরুষদের সাথে জামাআতে অংশগ্রহণ করতে না পারলে তাদের আলাদা জামাআত প্রতিষ্ঠা করা জায়েয নয়। তবে তারা ঈদের ছালাতের পদ্ধতিতে একাকী নিজ বাড়িতে ছালাত আদায় করে নিবে।

প্রশ্নকারী : তাফাজ্জুল হক 

মালদা, পশ্চিমবঙ্গ।


Magazine