উত্তর : এমতাবস্থায় স্ব স্ব পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক কুরবানী দেয়াই উত্তম। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে জনগণ! নিশ্চয়ই প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানী’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; তিরমিযী, হা/১৫১৮; নাসাঈ, হা/৪২২৪; ইবনু মাজাহ হা/৩১২৫; মিশকাত হা/১৪৭৮)। ইমাম শাওকানী আলাইহিস সালাম বলেন, সত্য কথা এই যে, একটি বকরী একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা শতাধিক হয় এবং এভাবেই নিয়ম চলে আসছে (নায়লুল আওত্বার, ৬/২৪৪)। তবে পিতা যদি সবার থেকে টাকা নিয়ে নিজে কুরবানী দেন এবং সবাই সেখানে থাকে ও খায় তাতে কোনো শারঈ বাধা নেই।
প্রশ্নকারী : আব্দুর রহমান
সপুরা, রাজশাহী।