কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): অফিসে কাউকে ডেকে পাঠানোর সময় বলা হয়, ‘বস আপনাকে সালাম দিয়েছেন’। শুধু ডাকার উদ্দেশ্যে এভাবে বলা কি জায়েয?

উত্তর: না, জায়েয নয়। বরং এমতাবস্থায় বস আপনাকে ডেকেছেন বা স্মরণ করেছেন এসব ভাষা ব্যবহার করতে হবে। এমতাবস্থায় বস আপনাকে সালাম দিয়েছেন বললে মিথ্যার আশ্রয় নেওয়া হবে; যা জায়েয নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিম মুসলিমের ভাই, সে তার খিয়ানত করবে না, তার বিষয়ে মিথ্যা বলবে না, তাকে অপমানিত হতে দিবে না’ (তিরমিযী, হা/১৯২৭)।


Magazine