কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমার জন্মগতভাবে ডান হাতে সমস্যা থাকায় আমি সকল কাজে বাম হাত ব্যবহার করি যেমন খাওয়া, পানি পান করা, লেখা ইত্যাদি।এক্ষেত্রে বাম হাতে খাদ্যগ্রহণ ও পানি পান করলে আমার গুনাহ হবে কি?

উত্তর : সাধারণভাবে খাবার খাওয়া, পানাহার ইত্যাদি কাজে ডান হাত ব্যবহার করতে হবে। উমার ইবনে আবী সালামাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বাল্যকালে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলাম। একদা খাবার পাত্রে আমার হাত ছুটাছুটি করছিল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘ওহে বালক! বিসমিল্লাহ বলে ডান হাতে খাও এবং তোমার সামনে এক তরফ থেকে খাও’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/২০২২)। সালামা ইবনে আকওয়া রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে একটি লোক তার বাম হাত দ্বারা আহার করল। (এ দেখে) তিনি বললেন, ‘তুমি ডান হাত দ্বারা খাও’। সে বলল, আমি পারব না! তিনি বদ-দু‘আ দিয়ে বললেন, ‘তুমি যেন না পারো’। ওর অহংকারই ওকে (কথা মানতে) বাধা দিয়েছিল। তারপর থেকে সে আর তার হাত মুখে তুলতে পারেনি (ছহীহ মুসলিম, হা/২০২১)। তবে জন্মগতভাবে ডান হাতের সমস্যা থাকার কারণে বাম হাত দিয়ে খাওয়া, পানি পান করা, লিখা ইত্যাদি করলে কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে ভালো যা করেছে সে তার ছওয়াব পাবে এবং স্বীয় মন্দ কৃতকর্মের প্রতিদান তার ওপরই বর্তাবে’ (আল বাকারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল গালিব

মেহেরপুর।


Magazine