উত্তর: আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে এলসি বা Letter of credit (প্রত্যয়পত্র) বলে। আমদানি-রপ্তানিতে ক্রেতা ও বিক্রেতা ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করার কারণে উভয়ের মধ্যে একটা আশংকা বিরাজ করে। ক্রেতা ভয় পায় পণ্য ঠিকঠাক মতো বুঝে পাবে কিনা আর বিক্রেতার ভয় থাকে মূল্য পাবে কিনা। এক্ষেত্রে ব্যাংক প্রদত্ত এই প্রত্যয়পত্র এমন এক গ্যারান্টি যার মাধ্যমে রপ্তানিকারক নিশ্চিত হতে পারে যে সে তার পণ্যের মূল্য পাবে। আবার আমদানিকারকও নিশ্চিত হতে পারে যে তার হাতে পণ্য না আসা পর্যন্ত কোনো লেনদেন সম্পন্ন হবে না। প্রত্যয়পত্র সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক আমদানিকারকের কাছ থেকে নির্দিষ্ট হারে চার্জ আদায় করে থাকে। তবে হারাম কোনো মালের ক্ষেত্রে এলসি কেনা জায়েয হবে না।
প্রশ্নকারী : সাইদুর রহমান
কল্যাণপুর, ঢাকা।