কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): সূরা আল-বাকারার ১৫৭ নং আয়াত অনুসারে ছালাত ও রহমত এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য কী?

উত্তর: সূরা আল-বাকারার ১৫৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ অর্থাৎ ‘এরাই তারা, যাদের প্রতি তাদের রব এর কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর তারাই সৎপথে পরিচালিত’ (আল-বাকারা, ২/১৫৭)। এখানে ছালাত দ্বারা উদ্দেশ্য হলো ক্ষমা করা। যেমন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, اللهم صَلِّ على آل أبي أوْفى অর্থাৎ, হে আল্লাহ! তুমি আবূ আওফার পরিবারকে ক্ষমা করো (ছহীহ বুখারী, হা/১৪৯৭)। আর আল্লাহ তাদের পাপগুলো মার্জনা করবেন এবং তা ঢেকে রাখবেন বান্দার প্রতি রহমত করে (তাফসীরে তাবারী, ৩/৬৬৬)। এখানে ছালাত অর্থ আল্লাহর পক্ষ থেকে রহমত করা যাবে না। কারণ আরবী ব্যকরণে দুটি বিপরীতার্থক শব্দকে আতফ (সংযোজন) করা হয় না। তবে এখানে ছালাত অর্থ কেউ বলেছেন, ঊর্ধ্বতন ফেরেশতাদের কাছে বান্দার ব্যাপারে আল্লাহর প্রশংসা করা (তাফসীরে ইবনু কাছীর, ১/৪৬৮)। সুতরাং ছালাত ও রহমত একই জিনিস নয়।

প্রশ্নকারী : রুফাইদা জান্নাত

দিনাজপুর।


Magazine