কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : আমার বাবা ঋণগ্রস্থ। আমাদের ফসলের উশর বা যাকাত কি আমার ঋণগ্রস্থ বাবাকে দেওয়া যাবে?

উত্তর : পিতামাতার খাওয়া-দাওয়া, ব্যক্তিগত খরচ যাকাত থেকে দেওয়া যাবে না। যাদের ভরণপোষণ দেওয়া ব্যক্তির উপর ওয়াজিব, তাদেরকে যাকাত-উশর দেওয়া যাবে না। যেহেতু পিতা-মাতা, সন্তানসন্তুতির ভরণপোষণ দেওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরী, তাই তাদেরকে যাকাত প্রদান করা বৈধ নয় (আল মুগনী, ২/২৬৯)। তবে ‍ঋণগ্রস্থ পিতা-মাতাকে যাকাত দেওয়া বৈধ হবে, যদি তারা ঋণ পরিশোধে অক্ষম হয়। কারণ পিত-মাতার ঋণ পরিশোধ করা সন্তানের জন্য আবশ্যক নয়, সেজন্য তা যাকাত বা উশর থেকে দেওয়া যাবে। তাই ভরণপোষণ হিসেবে দিলে তা বৈধ হবে না। কারণ পিতামাতার যাবতীয় ভরণপোষণ সন্তানের উপর ওয়াজিব (মাজমুউল ফাতাওয়া, ১৪/৩১১)।

প্রশ্নকারী : জুবায়ের আলম

দিনাজপুর।


Magazine