কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : আমার প্রশ্ন হলো শ্বশুর-শ্বাশুড়িকে আব্বা-আম্মা বলে ডাকা যাবে কি? এ ব্যাপারে শরীআতের বিধান কী?

উত্তর : সম্মানের জন্য শ্বশুর-শাশুড়িকে বাবা-মা ডাকা নিষেধ নয়। বরং এটি উত্তম শিষ্টাচারের প্রমাণ। পবিত্র কুরআনে জন্মদাত্রী মা ছাড়া অন্য মহিলাকে ‘মা’ বলার কথা এসেছে। যেমন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদেরকে মুমিনদের মা বলা হয়েছে (আল-আহযাব, ৩৩/৬)। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ জননী না হয়েও মুমিনদের মা। অন্যদিকে প্রকৃত সন্তান না হয়েও মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রযিয়াল্লাহু আনহু-কে ‘হে আমার সন্তান!’ বলে সম্বোধন করতেন (ছহীহ মুসলিম, হা/২১৫১)। অতএব শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলে ডাকাতে কোনো দোষ নেই। উল্লেখ্য যে, নিজ পিতা ব্যতীত অন্যকে ‘বাবা’ বলতে নিষেধ সংক্রান্ত হাদীছগুলো দ্বারা উদ্দেশ্য হলো নিজের পিতাকে অস্বীকার করে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া কিংবা বংশপরিচয় পরিচয় গোপন করার উদ্দেশ্যে নিজের বাবার নাম উল্লেখ না করে অন্যের নাম উল্লেখ করা হারাম। আর যেহেতু শ্বশুর-শাশুড়িকে বাবা-মা ডাকার দ্বারা বংশপরিচয় গোপন হয় না, তাই শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বলে আহ্বান করাতে কোনো সমস্যা নেই।

 প্রশ্নকারী : মোঃ মেহেদি হাসান

গাজীপুর।


Magazine