কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : আমরা কবর যিয়ারতের সময় সূরা ফাতিহা, সূরা ইখলাছসহ আরো কিছু সূরা ও দরূদ পাঠ করি। শেষে মোনাজাত করি। এই পদ্ধতি কি শরীয়ত সম্মত? যদি না হয় তাহলে, ছহীহ হাদীছ অনুযায়ী কবর যিয়ারতের নিয়ম জানালে উপকৃত হব।

উত্তর : প্রশ্নোল্লেখিত পদ্ধতিতে কবর যিয়ারত যা বিভিন্ন মহলে প্রচলিত রয়েছে ইসলামি শরীয়তে এর কোনো ভিত্তি নেই। বরং এটা সুস্পষ্ট বিদ’আত। আর যা বিদ’আত তা অবশ্য বর্জনীয় এবং আল্লাহর নিকট প্রত্যাখ্যাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু আবিষ্কার করল যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)। অন্যত্র তিনি বলেন, مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهْوَ رَدٌّ ‘যে ব্যক্তি এমন কোনো আমল করল, যার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/১৭১৮)। কবর যিয়ারতের সঠিক পদ্ধতি: ক্বিবলার দিকে মুখ করে নিম্নের দু’আটি পাঠ করবে।

السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ. ‘হে কবরবাসী মু’মিন ও মুসলিমগণ! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশা-আল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম, হা/৯৭৪; মিশকাত, হা/১৭৬৪)। তারপর নিম্নের দু’আটিও পড়তে পারে । اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ ». (ছহীহ মুসলিম, হা/২২৭৬)। এছাড়াও চাইলে একাকী দাঁড়িয়ে বা হাত তুলে আল্লাহর নিকট দু’আ প্রার্থনা করতে পারে (তিরমিযী, হা/৩৫৫৬)।

প্রশ্নকারী : শামসুল আলম ভূঁইয়া

উত্তরখান, ঢাকা-১২৩০।


Magazine