উত্তর: অমুসলিম সাহায্য সংস্থায় কাজ করা কিংবা তাদের সাহায্য গ্রহণ করার বিষয়টি খুবই স্পর্শকাতর ব্যাপার। কেননা তারা নিজেদের স্বার্থ ছাড়া কোনো মুসলিমকে সাহায্য করে না। বাহ্যত তারা মুসলিমদের সাহায্য করার কথা বললেও ভিতরে ভিতরে তাদের মিশনারী কার্যক্রম চালিয়ে যায়। সাহায্যের নামে তারা অসহায় গরীর-দুঃখী মুসলিমদের ঈমান হরণ করার ফন্দি আঁটতে থাকে। জনসচেতনতার নামে জন্মনিয়ন্ত্রণ, পশ্চিমা সংস্কৃতির প্রতির আকর্ষণসহ নানা রকম ইসলামী বিরোধী চিন্তা মুসলিমদের মাথায় ঢুকিয়ে দেয়। তাছাড়া অসহায় মুসলিমদের ডকুমেন্ট নিয়ে অমুসলিম দেশগুলোতে মুসলিমদের অসহায়ত্ব প্রচার করবে, যা অমুসলিমদের মাঝে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করবে। তাছাড়া সাহায্যের আড়ালে মুসলিমদের ভিতরে তাদের গুপ্তচর ছড়িয়ে দিতে পারে। যারা মুসলিমদের মাঝে ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টা করে। অথবা এই অসহায় লোকগুলোকে ব্যবহার করে সন্ত্রাসী কাজ করানোর ধান্ধায় থাকে। তাই এসব সংস্থায় কাজ করা থেকে বিরত থাকাই উচিত। কেননা তারা কখনোই মুসলিমদের বন্ধু নয়। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, ইয়াহূদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না’ (আল মায়েদা, ৫/৫১)।
প্রশ্নকারী : শাহনেওয়াজ খান
পল্লবী, ঢাকা-ক্যান্ট, ঢাকা।