উত্তর: সিজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাত রাখাই সুন্নাত। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ যখন সিজদা করবে, তখন যেন উটের শয়নের মতো না করে। সে যেন দুই হাঁটুর আগে দুই হাত রাখে’ (আবূ দাঊদ, হা/৮৪০)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন সিজদা করতেন, তখন দুই হাঁটু রাখার আগে দুই হাত রাখতেন এবং তিনি বলতেন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন (হাকেম, হা/৮২১; শারহু মাআনীল আছার, হা/১৫১৩; ইবনু খুযায়মা, হা/৬২৭)। আগে হাঁটু রাখার পক্ষে যে কয়টি হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (আবূ দাঊদ, হা/৮৩৮ ও ৮৩৯)।
প্রশ্নকারী : কফিল উদ্দীন
মালেয়শিয়া।