কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): বিতরের কুনূতে নিজ মাতৃভাষার দু‘আ করা যাবে কি?

উত্তর: বিতরের কুনূতে মাসনূন দু‘আ ব্যতীত বাংলা, আরবী অথবা অন্য কোনো ভাষায় তৈরিকৃত দু‘আ পড়া যাবে না। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّ هَذِهِ الصَّلَاةَ ‌لَا ‌يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ. إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ‘নিশ্চয়ই এই ছালাতে মানুষের কোনো কথাবার্তা বলা শোভনীয় নয়। এটা কেবল তাসবীহ, তাকবীর ও কুরআন তেলাওয়াতের জায়গা’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭; আবূ দাঊদ, হা/৭৯৫)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine