কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : সাধারণ মানুষের কবরকে বলা হয় ‘কবর’, পীর সাহেবদের কবরকে বলা হয় ‘মাযার’, আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরকে বলা হয় ‘রওযা’। বিভিন্ন ব্যক্তির কবরকে এভাবে নামকরণ করা কি সুন্নাত সম্মত?

উত্তর : না, বিভিন্ন ব্যক্তির কবরকে এভাবে নামকরণ করা সুন্নাত নয়। বরং ব্যক্তি যিনিই হোক না কেন তার দাফনকৃত স্থানকে কবর বলাই যথেষ্ট। এমনকি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরকেও কবর বলা হয় (ছহীহ বুখারী, হা/১৩৯০)। উল্লেখ্য যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘর থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত জায়গাটুকুকে রওযা বলা হয় (বুখারী, হা/১১৭৫; মুসলিম, হা/১৩৯০)। অতএব রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরকে রওযা বলাটা ভুল। আর ‘মাযার’ অর্থ ‘যিয়ারতের কেন্দ্র’। এটা মানুষের দেয়া পরিভাষা। সুন্নাহর সাথে এর কোন সম্পর্ক নেই। বরং তা বিদ‘আতের পর্যায়ভুক্ত।

-ড. গোলাম মোর্তুজা

পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।


Magazine