কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : জনৈক মেয়ের সাথে আমার মাঝে মধ্যেই ফোনালাপ চলছিল। বিষয়টি অবৈধ হচ্ছে ভেবে গত ৫/৬ মাস আগে তার বাবাকে না জানিয়ে কাযী অফিসে গিয়ে বিবাহ করি। ইতিমধ্যে বুঝলাম যে, উক্ত বিবাহ শরী‘আত সম্মত হয়নি। তাই কিছু সমস্যার কারণে মেয়ের বাবাকে আরো ৩/৪ মাস পরে বিষয়টি অবহিত করিয়ে পুনঃবিবাহের প্রস্তাব দিব। এমতাবস্থায় মেয়েটির সাথে মোবাইলে কথা বলা শরী‘আত সম্মত হবে কি? বা এক্ষেত্রে আমাদের করণীয় কী?

উত্তর : অভিভাককে বাদ দিয়ে মেয়ের সাথে যোগাযোগ করা শরী‘আতে নাজায়েয। তারপরও অভিভাককে না জানিয়ে বিবাহ করা শরী‘আত সম্মত হয়নি। এক্ষেত্রে মেয়ের সাথে মেলামেশা হয়ে থাকলে তা ব্যভিচারের অন্তর্ভুক্ত হবে। এজন্য আল্লাহর নিকটে একনিষ্টভাবে তওবা করতে হবে এবং অভিভাককের সাথে যোগাযোগ করে পুনঃবিবাহ করতে হবে। কারণ অলী ছাড়া বিবাহ করলে সে বিবাহ বাতিল হবে। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ বৈধ নয়’ (আবুদাঊদ, হা/২০৮৫; মিশকাত, হা/৩১৩০)। তিনি আরো বলেন, ‘কোন নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবুদাঊদ, হা/২০৮৩; মিশকাত, হা/৩১৩১)। বিবাহের পূর্বে মেয়ের সাথে যোগযোগ করা যাবে না। কারণ মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারে না।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

বাগমারা, রাজশাহী।

Magazine