কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : নিকটতম মসজিদের খুৎবা বা কমিটির কার্যকলাপ অপসন্দ হওয়ায় খুৎবা শোনার জন্য অন্য মসজিদে যাওয়া যাবে কি?

উত্তর : আক্বীদাগত কোনো ত্রুটি না থাকলে বা নছীহতগত কোনো ব্যাপার না থাকলে নিকটতম মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে নেকীর উদ্দেশ্যে সফর করতে নিষেধ করেছেন। মসজিদ তিনটি হলো, মসজিদে হারাম, মসজিদে আক্বছা ও মসজিতে নববী’ (ছহীহ বুখারী, হা/১১৮৯; ছহীহ মুসলিম, হা/১৩৯৭; মিশকাত, হা/৬৯৩)। অতএব সামাজিক কোনো সমস্যাকে সামনে রেখে নিকটতম মসজিদ ছেড়ে দূরের মসজিদে যাওয়া যাবে না।

প্রশ্নকারী : শু‘আইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine