কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : আমার বন্ধু একটা সূদী ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি পায়। বৃত্তির টাকাটা হালাল হবে কিনা?

উত্তর : হালাল হবে না। কেননা সূদের টাকা হারাম। আর মহান আল্লাহ হালাল ভক্ষণ করার আদেশ করেছেন। তিনি বলেন, ‘হে রাসূলগণ! আপনারা হালাল ভক্ষণ করুন…’ (মুমিনূন, ২৩/৫১)। সূদী প্রতিষ্ঠানগুলো শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে তাদের প্রচারণা জোরদার করে। আর তাদের এ বৃত্তি গ্রহণ তাদের প্রচারনায় সহযোগিতা করার নামান্তর। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তিনি আরো বলেন, ‘আল্লাহ সূদ নিশ্চিহ্ন করে দেন এবং দান বর্ধিত করেন’ (আল-বাক্বারা, ২/২৭৬)। সুতরাং কোনো ছাত্র অভাবী হলে তার জন্য ছাদাক্বা ও যাকাতের টাকা গ্রহণ করাই বেশি উত্তম। যাকাত ও ছাদাক্বার টাকা খাওয়া হারাম নয়। এ ধরনের শিক্ষাবৃত্তি গ্রহণ করা থেকে বিরত থাকা জরুরী।

প্রশ্নকারী : নিশাত মাহমুদ

দিনাজপুর।


Magazine