কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : ছোট বাচ্ছারা যেহেতু কোন দু‘আ বা সূরা পড়তে পারে না সেহেতু তাদের গলায় সূরা নাস, ফালাক্ব ইত্যাদি তাবিজ করে ঝুলানো যাবে কি?

উত্তর : না; যাবে না। কেননা যে কোন ধরনের তাবীয ঝুলানো শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৮৮৪)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘যে ব্যক্তি কোন রক্ষাকবচ ধারণ করবে, তাকে ঐ জিনিসের কাছে সোপর্দ করা হবে’ (আবু দাঊদ, হা/২০৭২)। এ অবস্থায় অন্যরা নাস-ফালাক্ব পড়ে বাচ্চার গায়ে ফুঁক দিবে।

প্রশ্নকারী :  রুবেল ইসলাম

দিনাজপুর।


Magazine