উত্তর : ক্যান্সারসহ যেকোনো দূরারোগ্য রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য বিশেষ কোনো আমল বা দু‘আ নেই। বরং রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি দু‘আ করবে। কেননা তিনিই একমাত্র আরোগ্যদাতা। আর কুরআন ও হাদীছে রোগ থেকে মুক্তির যে দু‘আগুলো রয়েছে সেগুলো পাঠ করবে। যেমন- সূরা ফাতিহা, ইখলাছ, ফালাক, নাস পাঠ করবে। আবার এই দু‘আটি বলবে যে,
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
অর্থ : হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূর করুন এবং আরোগ্য দান করুন, আপনিই তো আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন, যাতে কোনো রোগ অবশিষ্ট থাকে না (ছহীহ বুখারী, হা/৫৭৪৩; ছহীহ মুসলিম, হা/২১৯১)।
প্রশ্নকারী : পারভেজ আহমাদ