কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : স্বামীর পাজরের হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এটা কি ঠিক?

উত্তর : না, কথাটি সঠিক নয়। বরং হাওয়া আলাইহিস সালাম-কে আদম আলাইহিস সালাম-এর পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা নারীদেরকে উত্তম নছীহত প্রদান করবে। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশী বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও, তাহলে তা ভেঙ্গে যাবে আর যদি ছেড়ে দাও, তাহলে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদেরকে নছীহত করতে থাক’ (ছহীহ বুখারী, হা/৩৩৩১, ছহীহ মুসলিম, হা/১৪৬৮)। এখানে মহিলাদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে মর্মে যে হাদীছটি বর্ণিত হয়েছে আসলে সেটি দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম-এর পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম-কে সৃষ্টি করা, সকল মহিলাদের সৃষ্টিকে উদ্দেশ্য করা হয়নি। এই হাদীছে মহিলাদের প্রতি দয়া ও ইহসান করা, তাদের বাকা আচরণে ধৈর্যধারণ করা এবং তাদের দুর্বল বিবেককে সহ্য করার বিষয়টি প্রমাণ করে (ফাতহুল বারী, ইবনে হাজার, ৬/৩৬৮, শারহুন নাবাবী আলা মুসলিম, ১০/৫৭)।

প্রশ্নকারী : আরিফুজ্জামান

দিনাজপুর।


Magazine