কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ব্যবহার করলে তিনগুণ দিতে হয়। এটা সত্য কি?

উত্তর: উক্ত বক্তব্য সঠিক নয়। বরং কুড়িয়ে পাওয়া সম্পদ ব্যবহার করার পরে তার মালিক আসলে যেই পরিমাণ পেয়েছে সেই পরিমাণই দিতে হবে। যায়েদ ইবনু খালিদ জুহানী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি পড়ে থাকা জিনিস সম্পর্কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এক বছর যাবৎ ঘোষণা দিতে থাকো। এরপর জিনিসটির থলে ও তার বাঁধন (গিরা) স্মরণ রাখো এবং সেটা খরচ করো। যদি তার মালিক এসে যায় তবে তাকে তা দিয়ে দাও’ (ছহীহ বুখারী, হা/২৪৩৬; ছহীহ মুসলিম, হা/১৭২২)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।

 

Magazine