উত্তর: যদি কেউ মসজিদের জন্য কোনো নযর করে থাকে, যেমন: আমার যদি অমুক কাজটি হয়, তাহলে আমি মসজিদে ১০ বস্তা সিমেন্ট দিব। এক্ষেত্রে তা মসজিদে প্রদান করা জায়েয। আর যদি তা মসজিদের কাজে না লাগে, তাহলে তা বিক্রি করে মসজিদের উন্নয়ন বা প্রয়োজনীয় কাজে ব্যয় করা বৈধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে, সে যেন পূর্ণ করে। আর যে আল্লাহর নাফরমানীর মানত করে, সে যেন তাঁর নাফরমানী না করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)। তবে মসজিদের ভিতরে ক্রয়-বিক্রয় করা যাবে না। ক্রয়-বিক্রয় মসজিদের বাহিরে হতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমরা মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখবে, তখন বলবে, আল্লাহ যেন আপনার ব্যবসায় লাভ না দেন’ (তিরমিযী হা/১৩২১)।
প্রশ্নকারী : মাহবুবুর রহমান মাদানী
রাজশাহী।