উত্তর: এর ব্যাখ্যা হলো সর্বদা সর্বত্র আল্লার যিকির করো অর্থাৎ একজন বান্দার যিকির করার জন্য কোনো নির্দিষ্ট স্থান বা পদ্ধতির প্রয়োজন নেই। শুয়ে, বসে, দাঁড়িয়ে, মজলিসে বা অন্য কোনো স্থানে আল্লাহর যিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে আর বলে, ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি’ (আলে ইমরান, ৩/১৯১)। এগুলো একেকটি আল্লাহর নিদর্শন।
প্রশ্নকার : মোহাম্মদ জাহিদুল ইসলাম
চাঁপাই নবাবগঞ্জ সদর।
 
                             
                        
 
        
    