কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): পুরাতন কবরের ওপর ঘরবাড়ি বানানো যাবে কি?

উত্তর: কবরের ওপর ঘর তৈরি করে বসবাস করা নাজায়েয ও নিন্দনীয় কাজ। এ কাজের দ্বারা কবরবাসীকে অপমান করা হয়। এমনকি কবরের ওপর বসাও অত্যন্ত গর্হিত কাজ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কবরের দিকে মুখ করে ছালাত পড়বে না এবং কবরের ওপর বসবে না’ (ছহীহ মুসলিম, হা/২১২২)। আলেমগণ এ বিষয়ে একমত যে, কবরের ওপর মসজিদ নির্মাণ করা যাবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধ করে গিয়েছেন (মাজমূউ ফাতাওয়া লি ইবনে তাইমিয়্যাহ, ২২/১৯৪-১৯৫)। তবে যদি একান্ত কোনো কারণে বাড়িঘর করতে হয় আর কবর অল্প পুরনো বা নতুন হয় তাহলে লাশ উঠিয়ে অন্যত্র কবর স্থানান্তর করতে হবে। পক্ষান্তরে যদি কবর অনেক পুরাতন হয়, তাহলে সেখানে মাটির নিচে পুঁতে রেখে সমান করার মাধ্যমে কবর মিটিয়ে দিয়ে উপরে বাড়ি নির্মাণ করতে হবে (ফাতহুল কাদীর, ২/১০১; মাজমূউ ফাতাওয়া, ৩/৩০৩)। 

প্রশ্নকারী : আহমদ আলী

দুবাই প্রবাসী।


Magazine