কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমার বাবা-মা উভয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের দুজনের পক্ষ থেকে একজন ইয়াতীম শিশুর খরচ বহন করতে চাই। তাদের দুজনের পক্ষ থেকে একজনের খরচ বহন করা শরীআত সম্মত কি-না?

উত্তর : হ্যা, মৃত পিতা-মাতার পক্ষ থেকে ইয়াতীমের খরচ বহন করা শরীআতসম্মত। ইয়াতীমের লালন পালনের দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি ও ইয়াতীমের দেখাশুনাকারী জান্নাতে এভাবে (একত্রে) থাকব’। এ কথা বলার সময় তিনি তর্জনী ও মধ্যমা আঙুলদ্বয় মিলিয়ে ইঙ্গিত করে দেখালেন (ছহীহ বুখারী, হা/৬০০৫)। আর ছাদাকার মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হয় ও তার নিকটে সেই ছওয়াব পৌঁছায় (ছহীহ বুখারী, হা/২৭৬০; ছহীহ মুসলিম, হা/১০০৪)। আর যেহেতু মৃতের পক্ষ থেকে ইয়াতীমের খরচ বহন করা ছাদাকার অন্তর্ভুক্ত, সুতরাং মৃত পিতা-মাতার পক্ষ থেকে ইয়াতীমের খরচ বহন করাতে কোনো বাধা নেই।

প্রশ্নকারী : সামছুল আরেফিন

ফরিদপুর।


Magazine