উত্তর : হ্যাঁ, যিলহজ্জের চাঁদ উঠার পর কুরবানীদাতা নখ, চুল কাটলে পাপ হবে (শরহে নববী, ১৩/১৩৮; মাআলেমুস সুনান, ২/২২৭)। কারণ এটা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার ইচ্ছা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে’ (ছহীহ মুসলিম, হা/১৫৬৫; মিশকাত, হা/১৪৫৯)। তবে কোনো কুরবানীদাতা ভুলবশত বা অজ্ঞতার কারণে তা কেটে থাকলে পাপী হবেন না। কিন্তু নেকী থেকে বঞ্চিত হবেন। আর যদি ইচ্ছাপূর্বক তা করেন তাহলে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিতে হবে।
প্রশ্নকারী : আক্কাস আলী
আত্রাই, নওগাঁ।