কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): আমার নিকট যে সোনা ও রূপা রয়েছে সেগুলো দিয়ে নিসাব পরিমাণ হবে। কিন্তু শুধু সোনা নিসাব পরিমাণ হবে না এবং রূপাও নিসাব পরিমাণ হবে না। বরং সোনা ও রূপাকে একত্রিত করলে নিসাব পরিমাণ হবে। এখন আমাকে কি এগুলোর যাকাত দিতে হবে?

উত্তর: না, এক্ষেত্রে যাকাত দিতে হবে না। কেননা সোনার নির্দিষ্ট নিসাব রয়েছে, আবার রূপারও নির্দিষ্ট নিসাব রয়েছে (আবূ দাঊদ, হা/১৫৭৩)। সোনা ও রূপা পৃথকভাবে নিসাব পরিমাণ হলে তবেই যাকাত দিতে হবে, অন্যথায় যাকাত ফরয হবে না (আল-মুগনী, ৪/২১০-২১১)।

প্রশ্নকারী : হুমায়রা

রাজশাহী।


Magazine