কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : কাউকে কোনোকিছু ছাদাক্বা করা ও হাদিয়া দেওয়ার নেকী কি সমান?

উত্তর : ছাদাক্বা ও হাদিয়া ভিন্ন জিনিস। হাদিয়ার মাধ্যমে পরস্পর ভালোবাসা ও সদাচরণ বৃদ্ধিপায়। আর ছাদাক্বা নেকীর কাজ, যা অসহায়-নিঃস্ব মানুষের সহযোগিতা করা হয়। কাজেই একটাকে আরেকটার সাথে তুলনা না করে বিষয়গুলোকে স্ব-স্ব স্থানে রেখে আমলে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।

Magazine