উত্তর : না, হাতে বা পায়ে কোন মহিলা আলতা ও নেইল পালিশ দিতে পারবে না। কেননা এটি ইহূদী ও খ্রিষ্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য (বিস্তারিত দেখুন, বাসর রাতের আদর্শ, আলবানী)। তবে মেয়েদের হাত ও পায়ের নখে মেহেদী বা মেহেদী জাতীয় জিনিসগুলো দেওয়া জরুরী। কেননা একদিন জনৈকা মহিলা হাতে চিঠি নিয়ে পর্দার আড়াল হতে হাত বের করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে ইশারা করল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটি গুটিয়ে ফেলে বললেন, ‘আমি বুঝতে পারলাম না, এটা কি কোন পুরুষের হাত না কোন মহিলার হাত’? তখন মহিলাটি বললো, এটা মহিলার হাত। তখন তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি তুমি নারী হতে তাহলে অবশ্যই মেহেদীর দ্বারা তোমার হাতের নখগুলো পরিবর্তন করে নিতে’ (আবূ দাউদ, হা/৪১৬৬; মিশকাত, হা/৪৪৬৭)।
প্রশ্নকারী : ইনসান হাবীব
হাকিমপুর, দিনাজপুর।