কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি?

উত্তর : টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। বরং খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। কেননা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মুদ্রার প্রচলন ছিল। তবুও তিনি ফিতরা হিসাবে মুদ্রা প্রদানের কথা বলেননি বরং খাদ্যশস্যের কথা বলেছেন। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ঈদুল ফিতরের পূর্বে এক ছা‘ খাদ্য ফিতরা দিতাম। তখন আমাদের খাদ্য ছিল ঘি, কিশমিশ, পনীর ও খেজুর (ছহীহ বুখারী, হা/১৫১০)। সুতরাং খাদ্যশস্য দ্বারাই ফিতরা আদায় করতে হবে। এছাড়াও ছাহাবী, তাবেঈ থেকে টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো প্রমাণ নেই।

-আহমাদ

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine