কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : মানুষকে সাহারীর সময় জাগানোর জন্য মাইকে আযান দেওয়া, গজল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো যাবে কি?

উত্তর: সাহারীর সময় মানুষকে জাগানোর নামে মাইকে গজল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো ইত্যাদির শারঈ কোনো ভিত্তি নেই। এগুলো সবই বিদআতী কার্যক্রম বা কুসংস্কার (ফাৎহুল বারী, হা/৬২২-৬২৩-এর ব্যাখ্যা দ্র. ২/১২৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহারী ও তাহাজ্জুদকে লক্ষ্য করে দুটি আযান হতো। অবশ্য এই আযানটি এই দুটির কোনো একটির সাথে খাছ নয়। অতএব সাহারীর জন্য আযান দেওয়াই সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বেলালের আযান যেন তোমাদের কাউকে সাহারী খাওয়া হতে বিরত না রাখে। কেননা সে রাত থাকতে আযান দেয়- যাতে তোমাদের মধ্যে যারা তাহাজ্জুদে রত, তারা ফিরে যায় আর যারা ঘুমন্ত তাদেরকে জাগিয়ে দেয়’ (ছহীহ বুখারী, হা/৬২১, ৭২৪৭; ছহীহ মুসলিম, হা/১০৯)।

প্রশ্নকারী : রাসেদুজ্জামান

খাগড়াছড়ি।


Magazine