কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : কুরআন নিয়ে কসম করা যাবে কি?

উত্তর : আল্লাহ তাআলা বা তার কোনো গুণবাচক নাম বা তার কোনো ছিফাত ছাড়া অন্য কোনো বস্তুর নামে কসম করা জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি কসম করতেই চায়, তাহলে সে যেন আল্লাহর নামে কসম করে’ (ছহীহ বুখারী, হা/২৬৭৯, ছহীহ মুসলিম, হা/১৬৪৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, সে কুফরী করল অথবা শিরক করল’ (তিরমিযী, হা/১৫৩৫)। আর কুরআন সৃষ্টি নয়, বরং কুরআন হলো আল্লাহর কালাম বা কথা। কথা বলা আল্লাহর একটি গুণ। তিনি যখন ইচ্ছা কথা বলেন। সুতরাং কুরআন যেহেতু আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম তার গুণাবলির অন্তর্ভুক্ত, সেহেতু কুরআন নিয়ে কসম করা জায়েয (ফাতাওয়া আরকানুল ইসলাম, ১৫৭ পৃ.)।

প্রশ্নকারী : সোহেল রানা

বগুড়া।


Magazine