কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): ‘ইয়াসীন’ কি আল্লাহর একটি গুণবাচক নাম? কোনো ব্যক্তির নাম ইয়াসীন রাখা যাবে কি? আমার ছেলের নাম ‘আব্দুল্লাহ বিন ইয়াসীন’ রাখতে চাচ্ছি। এ নাম রাখা যাবে কি?

উত্তর: ইয়াসীন আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়। ‘ইয়াসীন’ আল্লাহ তাআলার একটি নাম মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত তাফসীরের সনদ অতিশয় দুর্বল (আত-তাহজীল, ১/২৩১)। কোনো ব্যক্তির নাম ইয়াসীন রাখা যাবে, তবে শর্ত হলো কুরআন মাজীদের প্রসিদ্ধ সূরা ইয়াসীন উদ্দেশ্য নিয়ে নাম রাখা যাবে না। বরং প্রসিদ্ধ নবী ইলিয়াস আলাইহিস সালাম-এর একটি নাম উদ্দেশ্য নিতে হবে এবং নামের আরবী বানান হবে এমন (ياسين) (তাফসীরে কুরতুবী, ১৫/৩-৫; আহকামুল কুরআন, ইবনুল আরাবী, ৪/১৯)। আব্দুল্লাহ বিন ইয়াসীন নামের অর্থ হলো ইয়াসীনের পুত্র আব্দুল্লাহ। প্রশ্নকর্তার নাম যেহেতু ইয়াছিন, তাই তিনি নিজ সন্তানের জন্য এই নাম রাখতে পারবেন। কারণ ‘আব্দুল্লাহ’ ও ‘আব্দুর রহমান’ আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নামসমূহের অন্তর্ভুক্ত (ছহীহ মুসলিম, হা/২১৩২)।

প্রশ্নকারী : ইয়াছিন আরাফাত

চট্টগ্রাম। 


Magazine