কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : নিফাস চলাকালীন স্ত্রী মিলন ঘটলে তার হুকুম কী?

উত্তর : হায়েয ও নেফাস চলাকালীন সময়ে স্ত্রী সহবাস করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে লোকেরা ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাক’ (সূরা আল-বাক্বারাহ ২২২)। এক্ষণে কেউ যদি এই নিষিদ্ধ সময় তথা হায়েয এবং নেফাস চলাকালীন সময় সহবাস করে ফেলে তাহলে তাকে তওবা করতে হবে এবং এক অথবা অর্ধ দ্বীনার সমপরিমাণ স্বর্ণ বা স্বর্ণের বর্তমান বাজার মূল্য ছাদাক্বা করতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে হায়েয অবস্থায় সঙ্গম করল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, সে এক দ্বীনার বা অর্ধ দ্বীনার ছাদাক্বা করবে (আবূ দাঊদ, হা/২৬৪; নাসঈ, হা/২৮৯; ইবনু মাজাহ, হা/৬৪০)। উল্লেখ্য যে, এক দ্বীনার স্বর্ণ মুদ্রা সমান ৪.২৫ গ্রাম স্বর্ণ। আর এক গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য যা হবে তার সাথে উক্ত সংখ্যা গুণ করলে এক দ্বীনার স্বর্ণের মূল্য বের হবে।

প্রশ্নকারী : ফেরদাউস আলম



Magazine