কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): তেলাপোকার মল/বিষ্টা কি পাক নাকি নাপাক?

উত্তর: তেলাপোকা বা এ জাতীয় ছোট কীটপতঙ্গের মল প্রাণীর মল হিসেবে নাপাক। কেননা এ সকল প্রাণীর শরীরকে ইসলামী শরীআতের দৃষ্টিকোণ থেকে পবিত্র হিসেবে গণ্য করা হলেও বিষ্ঠাকে অপবিত্র হিসেবে গণ্য করা হয়। কেননা এ সকল প্রাণী বিড়ালের মতো সার্বক্ষণিক মানুষের চারপাশে ঘোরাফেরা করে। কাজেই বিড়ালের মতো এদের শরীর পাক হলেও মল নাপাক। কিন্তু এ সকল ছোট প্রাণীর বিষ্ঠা এতটাই স্বল্প পরিমাণ যে, সেটা কোনো শুষ্ক জিনিসের সাথে মিশে তাকে অপবিত্র বানানো দুষ্কর। তবে একাধিক তেলাপোকার বিষ্ঠা একই সাথে কোনো তরল জিনিসের সাথে মিশ্রিত হলে তাকে অপবিত্র বানাতে পারে এবং সেটি অপবিত্রকারী হিসেবে সাব্যস্ত হবে। কেননা তা যেহেতু নাপাক, সেহেতু তরল জিনিসের সাথে মিশে গিয়ে তাকে নাপাক করে দিতে পারে।

প্রশ্নকারী : মো. আল-আমিন

বরিশাল।


Magazine