উত্তর : বিবাহিত যেনাকারী হোক কিংবা যে কোন অপরাধের কারণে শরী‘আতের বিধানানুযায়ী দ-- দ--ত হোক পরকালে তাকে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে না। খুযায়মা বিন সাবিত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোন অপরাধ করে এবং তার উপর ঐ অপরাধের দণ্ড কার্যকর হয়, তখন উক্ত দণ্ডই তার জন্য কাফফারা হয়ে যায়’ (শারহুস সুন্নাহ, হা/২৫৯৪, সনদ হাসান; মুসনাদে আহমাদ, হা/২১৮৭৬; সিলসিলা ছহীহাহ, হা/২৩৭১)।
প্রশ্নকারী : জুয়েল রানা
পত্নিতলা, নওগাঁ।