কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : সেন্ট, পারফিউম, সুগন্ধি তেল, পারফিউমযুক্ত শ্যাম্পু ইত্যাদি মেখে নারীদের জন্য মসজিদ, ঈদগাহ কিংবা বাইরে বের হওয়া কি জায়েয?

উত্তর : সেন্ট, পারফিউম, সুগন্ধি তেল, পারফিউমযুক্ত শ্যাম্পু, এক কথায় সুগন্ধিযুক্ত কোনকিছুই মেখে নারীদের জন্য বাইরে বের হওয়া জায়েয নয়। এমনকি ঈদ কিংবা জুম‘আর ছালাত আদায়ের জন্যও মসজিদ কিংবা ঈদের মাঠে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী যায়নাব রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন,

 إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلاَ تَمَسَّ طِيبًا

‘তোমাদের কোন মহিলা যদি মসজিদে আসে, তাহলে সে যেন আতর ব্যবহার না করে’ (ছহীহ মুসলিম, হা/৪৪৩; মিশকাত, হা/১০৬০)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে তীব্র ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। তখন তিনি বললেন, হে পরাক্রমশালী মহান আল্লাহর বান্দী! তুমি কি মসজিদে যাচ্ছো? মহিলা বলল, হ্যাঁ। তিনি বললেন, আর মসজিদে যাওয়ার জন্য তুমি সুগন্ধি ব্যবহার করেছো? মহিলা বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি ফিরে যাও এবং গোসল কর। কারণ আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কোন মহিলা যদি সুগন্ধির ঘ্রাণ ছড়াতে ছড়াতে মসজিদে যায়, আল্লাহ তার ছালাত কবুল করবেন না, যতক্ষণ না সে বাড়ি ফিরে গিয়ে গোসল না করে’ (মুসনাদে আবীল ইয়ালা, হা/৬৩৮৫; জিলবাবুল মারআতিল মুসলিমাহ, ১/১৩৮ পৃঃ)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোন নারী যদি আতর বা সেন্ট ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে এবং মজলিসের লোকেরা আতরের সেন্ট পায় তাহলে সে নারী এরূপ এরূপ অর্থাৎ ব্যভিচারিনী (মুসতাদরাকে হাকেম, হা/৩৪৯৭; ছহীহ ইবনু হিববান, হা/৪৪২৪)। তথা ব্যভিচার না করেই সে ব্যভিচারের পাপে পাপী।

প্রশ্নকারী : রুকাইয়া

চিরিরবন্দর, দিনাজপুর।

Magazine