কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) মসজিদের বারান্দায় একটা কবর আছে। লোকেরা কোন প্রকার উদ্দেশ্য ছাড়াই সেখানে ছালাত আদায় করে। তাছাড়া মসজিদটি কবর কেন্দ্রিক কিংবা কবরটি মসজিদ কেন্দ্রিক গড়ে উঠেনি। সুতরাং উক্ত মসজিদে ছালাত আদায় করা বৈধ হবে কি?

উত্তর : কোন ক্রমেই মসজিদের ভিতরে বা বারান্দাতে কবর থাকলে সেখানে ছালাত আদায় করা ঠিক হবে না। মসজিদের বারান্দা হতে কবর সরিয়ে অন্যত্রে দাফন করতে হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা কবরের দিকে ফিরে ছালাত আদায় কর না এবং তার উপরে বসো না (ছহীহ মুসলিম, হা/৯৭২; নাসাঈ, হা/৭৬০)। অত্র হাদীছ প্রমাণ করে যে, কবর যেখানে আছে তার উপরে, তার দিকে এবং তার পাশে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আর মসজিদের পাশে কবর থাকলে সম্ভভপর কবর সরিয়ে ফেলতে হবে। অন্যথায় কবর ও মসজিদের দেওয়ালের মধ্যে একটি অতিরিক্ত দেওয়াল দিতে হবে।

-মাসুদুর রহমান

রংপুর সদর, রংপুর।


Magazine